ভোলা জেলার লালমোহন উপজেলার চর কচুয়াখালী থেকে গত ২-৩-২০২৫ইং রাত আনুমানিক ১১-১টায় জাকির মাঝি ও তার দুই চাচাতো ভাইয়ের ঘরের সকলকে বেঁধে মার দোর করে ১৬টি গরু ট্রলার যোগে নিয়ে যায়। পরে দিন লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ব্যাপক অনুসন্ধান করে চক্রের ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা পরে তাদের স্বিকার উক্তির উপর পটুয়াখালী, চন্দ্র দ্বীপ এর মাঝের চরে অভিযান চালিয়ে শাজাহান মেম্বার এর প্রোজেক্ট এর পাশে একটি গরুর গোয়াল থেকে ৫ টি গরু উদ্ধার করা হয় এবং উক্ত স্থান থেকে ৬জনকে আটক করা হয়েছে। উক্ত বিষয়ে সংবাদ সম্মেলনে করেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ বাবুল আক্তার, ওসি মোঃ সিরাজুল ইসলাম ও এস আই ইউসুফ এই সময় প্রশ্ন করা হয় লালমোহন উপজেলার কেউ এর সাথে জড়িত আছে কিনা প্রশ্নের উত্তরে বলেন তদন্তের স্বার্থে এই বিষয়ে কিছু বলা যাবে না। বাকি গরু গুলো উদ্ধার চেষ্টা চলছে।এবং চোর চক্রের বাকি সদস্যদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।