1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে গজারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া এলাকায় এঘটনা ঘটে।আহতরা হলেন বাউসিয়া গ্রামের শাহাবুদ্দিন (৪৮), আমির হোসেন (২২), সারমিন বেগম (৫৫) ও রহিমা (৩৫)।এ ব্যাপারে মরিয়ম বেগম বাদি হয়ে ৫ জনের নাম অন্তভূক্ত করে অজ্ঞাত ৫ থেকে ৬জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।আহত সারমিন বেগম বলেন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রবিউল আউয়াল, সজিব আহমেদ, সাবিকুন নাহারের নেতৃত্বে প্রায় ১০ -১২ বেলচা, সাবাল, রামদা, এসএস পাইপ লাঠি দিয়ে আমাদের উপর হামলা চালায় এবং আমাদের বাড়ি ঘড়ে হামলা ভাংচুর করে ।হাসপাতালে ভর্তি রহিমা বেগম জানান, দীর্ঘদিন ধরে রবিউল আউয়াল গংদের সঙ্গে আমাদেরজায়গা নিয়া বিরোধ চলছে। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করে। মঙ্গলবার সকালে তারা আমাদের ওপর হামলা করে, আমাদের বাড়ি-ঘর ল আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরা দোষীদের শাস্তি চাই।এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com