শাজাহান সে তার দলবল নিয়ে নেত্রকোণা সদর উপজেলার ১ নং মৌগাতী ইউনিয়নের পূর্ব ফাদুলিয়া গ্রামে খোরশেদ আলম এর ছেলে রাজু কে পুলিশে ধরিয়ে দেয় যুবলীগের ট্যাগ লাগিয়ে গত শুক্রবার (০৭-০৩-২০২৫ ইং) তারিখে। পরে রাজুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় শাজাহানের সাথে থাকা লোক গুলো মিছিল করে খোরশেদ আলম বাড়ি পুড়িয়ে দেওয়া জন্য। তারপরে গত সোমবার দিবাগত রাতে ১২ টার দিকে একটি গোছালিতে আগুন লাগে এবং ধান ভাঙ্গানোর একটি হারবেষ্ট মেশিন এ চাকায় আগুন লাগে। শাজাহান দলীয় প্রভাব কাটিয় এই কাজ গুলো করছে বলে ভুক্তভোগীরা দাবী করছে।
ভুক্তভোগীদের দাবী রাজু কোন সময়ই আওয়ামী লীগে রাজনীতির সাথে জারিত ছিলো না।সে ১ নং মৌগাতী ইউনিয়ন তাতে দলের রাজনীতি করতো বলে নিশ্চিত করেছে নেত্রকোণা সদর উপজেলা তাতীদলে আহবায়ক আব্দুল মোতালেব।