টাঙ্গাইলের মির্জাপুরে গোপনে নারী ক্রেতাদের ছবি মোবাইল ফোনে তোলে তা এডিট করে মুখমন্ডলের অংশ দিয়ে নগ্ন ছবি তৈরি করার দায়ে সোলাইমান মৃধা শিশির নামে এক মুদি দোকানদারকে পুলিশ গ্রেফতার করেছে।শুক্রবার উপজেলার শুভুল্যা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।সোলাইমান মৃধা শিশির শুভূল্যা গ্রামের বেলায়েত মৃধার ছেলে।পুলিশ জানায়,শিশির শুভূল্যা মধ্যপাড়া এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন।তার দোকানে কেনাকাটার জন্য গ্রামের নারী ক্রেতারা গেলে বিভিন্ন সময়ে গোপনে সে তার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে তাদের ছবি তোলে রাখতেন।পরে তা এডিট করে ওই নারীদের ছবির মুখমন্ডল নগ্ন ছবিতে ব্যবহার করে মেসেঞ্জার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।তিনি দীর্ঘদিন যাবৎ এমন নগ্ন ছবি-ভিডিও তৈরি করে নারীদের ব্লাকমেইল করে আসছিল।এমন অভিযোগে ওই গ্রামের ভুক্তভোগী এক নারী শুক্রবার মির্জাপুর থানায় সোলাইমান মৃধা শিশিরের নামে মামলা দায়ের করেন।পরে পুলিশ তাকে গ্রেফতার করে। মির্জাপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সোলাইমান মৃধা শিশিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।