1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকিতে নানীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগ ‎ প্রথম বর্ষপূর্তি পেরিয়ে নতুন যাত্রায় মুন টাইমস নিউজ যশোরে আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদার, পিকুল, জুয়েলসহ নেতাকর্মীদের বাড়িতে ব‍্যপক পুলিশি অভিযান শিবচরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার, প্রতিবাদে স্বজনদের মানববন্ধন ফরিদপুরের সদরপুরে সরকারি জায়গা দখলমুক্ত বাড়াবাড়ি করলে তোর চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব, পুলিশ সদস্যদের ইনু-শাহজাহান খান মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শরীরে ভুল রক্ত পুশ, মুত্যৃর কারণ উল্লেখ্য শ্বাসকষ্ট ! বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২

গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ অস্ত্র উদ্ধারে সংবাদ সম্মেলন

সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়া অবৈধ বালুমহাল ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একদল সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও একটি দা উদ্ধার করা হয়েছে। শনিবার ( ১৫ মার্চ) দুপুর দুইটায় গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরে উপজেলা প্রশাসন। নির্বাহী অফিসার আশরাফুল আলম প্রেস ব্রিফিং কালে অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, গত ১৪ মার্চ শুক্রবার দিবাগত রাত থেকে ১৫ মার্চ শনিবার বেলা ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ এর নেতৃত্বে উপজেলা কোস্ট গার্ড এবং গজারিয়া নৌ-পুলিশের সহযোগিতায় রাতবর এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান বলেন, অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড আওতাধীন এলাকা সমূহে ডাকাতি, চোরা চালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে’। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ বলেন, গজারিয়া উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন, নৌপথে ডাকাতিসহ সহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল একটি চক্র। এসব অপরাধ দমনের জন্য উপজেলা প্রশাসন সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন। মামুন শরীফ আরো বলেন, বালু বহনকারী একটি বাল্কহেড ০৩ জন ব্যক্তিসহ আটক করা হয়। এরপর আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলন কারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা আমাদের কৌশল পরিবর্তন করে নদীর একপাশে আড়ালে অবস্থান করি। এতে অপরাধীরা মনে করে যে আমরা অভিযান শেষ করে ফিরে এসেছি। কিছুক্ষণ পর একটি হাই স্পিড ট্রেলার (ফাইটার বোট) দিয়ে কিছু লোক দ্রুত আমাদের দিকে ডাকাতির উদ্দেশ্যে আসতে থাকে। তাড়া ভেবেছিলো আমরা সাধারণ পর্যটক, রাতে ঘুরতে বের হয়েছি। কাছাকাছি আসলে আমরা তাদের কে তাড়া করলে বুঝতে পেরে ডাকাত দল দ্রুত পালাতে চেষ্টা করে। এতে তাদের ট্রলারটি নদীর পাড়ের কাছাকাছি গিয়ে ডুবে যায় এবং তারা সাঁতরে তীরে উঠে দ্রুত পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড গুলিসহ ১ টি বিদেশি পিস্তল,১টি দাঁ, রেইন কোর্ট, টিফিন বক্স আলামত হিসেবে জব্দ করি। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলারটি সকাল ১১ টার দিকে উদ্ধার করা হয়। ১৫.০৩.২০২৫ তারিখ বেলা ১২ টায় আমাদের অভিযান শেষ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com