1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

৮টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার ছেলু মিয়া গ্রেফতার

মোঃ আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশ ১৫ মার্চ (শনিবার) নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের দাঁতমণ্ডল গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৮টি মামলার আসামি, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছেলু মিয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ছেলু মিয়া নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমণ্ডল গ্রামের মৃত ছিফাত আলীর ছেলে। নাসিরনগর থানা পুলিশের সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব এহতেশামুল হকের নির্দেশে এবং সহকারী পুলিশ সুপার জনাব তপন সরকারের তত্ত্বাবধানে, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব খাইরুল আলমের নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই সুনীল চন্দ্র, এএসআই সুজন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্সসহ দাঁতমণ্ডল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাত সর্দার ছেলু মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছেলু মিয়ার বিরুদ্ধে ৪টি ডাকাতি, ১টি দস্যুতা ও ৩টি চুরির মামলা সহ মোট ৮টি মামলা রয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব খাইরুল আলম বলেন, গ্রেফতারকৃত ছেলু মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে একাধিক ডাকাত দল মহাসড়ক ও বাসাবাড়িতে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনা সংঘটিত করত। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় ডাকাতি, চুরি ও দস্যুতার মোট ৮টি মামলা রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com