মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার আন্ত জেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের ভাড়াটিয়া মোশাররফ হোসেনের ছেলে মো: সাকিব হোসেন(২৮) ও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের আবেদ আলীর ছেলে মোঃ মোস্তফা(৫৩) সহ চোরাই কাজে ব্যবহৃত দুইটি মোবাইল, একটি পিকআপ ব্যান ও চোরাই গরুর মাংস বিক্রিত নগত ৫০ হাজার টাকা জব্দ করা হয়। আন্ত জেলা চোর চক্র আটকের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শহিদুল ইসলাম বলে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে একটি চোর চক্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহাসড়কে গরু চুড়ি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শনিবার (১৫ মার্চ) তাদের গ্রেফতার করা হয়েছে।