যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জয়মনি গ্রামের সাইলো সংলগ্ন মোশারফ খাঁনের রেমালে ক্ষতিগ্রস্ত একটি পরিত্যক্ত জেলে বাসা থেকে ২টি হরিণের মাথা, চামড়া, ৮ টি পা সহ ৬৬ কেজি হরিনের মাংস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন হয়েছে। এ বিষয়ে মোশারফ খাঁন বলেন, ৭নং ওয়ার্ডের সাইলো সংলগ্ন জেলে বাসা ছিল। রেমালের সময়ে এই বাসা ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই এই বাসাটি আমারা আর ব্যবহার করি না। পরিত্যক্ত অবস্থায় বাসাটি ফেলানো রয়েছে। আমি ৯ নং ওয়ার্ডে বসবাস করি। ১৬ মার্চ (রবিবার) রাতে যৌথবাহানীর অভিযানে তাঁরা এই ভাঙ্গা বাসা থেকে হরিণের মাংস পেয়েছেন। যেহেতু আমার ফ্যামিলির কোন লোক এই বাসায় বসবাস করে না। যেহেতু অকেজ অবস্থায় ফেলানো রয়েছে বাসাটি। হরিণের মাংস পাওয়ার বিষয়ে আমি কিছুই জানিনা। যখন সোশ্যাল মিডিয়ায় দেয়া হয়েছে। তখন আমি বিষয়টি জেনেছি। অভিযানের সময় কোন লোক মাংস সহ না পাওয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড পশ্চিম জোন ডিজেল মিশ্রত করে পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।