1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যান মিজানকে নিয়ে বিতর্কে উত্তাল বাউশিয়া ইউনিয়ন মুন্সিগঞ্জের গজারিয়ায় সরকারি জমি দখলের চেষ্টা, কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হুমকির মুখে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই : মেজর (অবঃ) আবদুল মান্নান বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ওষুধ দেওয়ার আগেই বিল প্রদান বগুড়ায় আবারো জোড়া খুন, সাবেক প্রেমিকা বন্যা গুরুতর আহত – ঘাতক সৈকত গ্রেফতার আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ধর্মপাশায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সমন্বয়সভা হাত কড়াসহ পালিয়েছে ফুলগাজীর জাল কবির গোপালগঞ্জে সাধারণ জনগণের উপর হামলা ও হত্যার প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

নওগাঁয় ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিক পরিচয়ে দোকানে চাঁদাবাজি, জনতার হাতে আটক

মোঃ মুক্তার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলা ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং দোকানে চাঁদাবাজির অভিযোগে ৪জনকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ী এবং জনতা। রোববার (১৬ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের আলপাকা মোড়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সাপাহার উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামের সাদেক উদ্দিন, সাপাহার সদর ইউনিয়নের গাঞ্জাকুড়ি গ্রামের রায়হান ও মুক্তার এবং পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের আকাশ। তাদের কাছ থেকে মানবাধিকার প্রতিদিন এবং সি টিজি টিভি নামে দুটি সংবাদমাধ্যমের আইডি কার্ড পাওয়া গেছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ মার্চ) দুপুর ১ টার দিকে সাদেক উদ্দিন, রায়হান, আকাশ এবং মুক্তার শিহাড়া ইউনিয়নের আলপাকা নামক স্থানে বিভিন্ন দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান পরিচালনা করে এবং ভয়ভীতি দেখাতে থাকে। ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্স এবং অনন্য কাগজপত্র দেখতে চায়। কোন ব্যবসায়ী কাগজ দেখাতে ব্যার্থ হলে চাঁদা দাবি করে বসেন। তাদের আচরণে স্থানীয় জনতার সন্দেহ হলে একপর্যায়ে কিছু ব্যবসায়ী তাদের পরিচয় জানতে চান। পরিচয় জানাতে ব্যর্থ হলে ব্যবসায়ী এবং উৎসুক জনতা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি সংবাদমাধ্যমের পরিচয় পত্র পাওয়া যায়। পরবর্তীতে জানা যায়, তারা পার্শ্ববর্তী সাপাহার উপজেলায় সাংবাদিকতা করেন। তরিকুল ইসলাম নামে এক মুদি ব্যবসয়ী বলেন, তারা আমার দোকানে এসে ট্রেড লাইসেন্স দেখতে চায়। আমি বলি লাইসেন্স আমার ভাইয়ের কাছে আছে। তারা তখন আমাকে বলে, আমরা ইউএনও স্যারের লোক তোমাকে জেলে চালান দিয়ে দেব। একপর্যায়ে তারা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের সঙ্গে আনাসার এবং পুলিশ না থাকায় তাদেরকে সন্দেহভাজন মনে হয়েছে। বাজারের সকল ব্যবসায়ী মিলে আমরা তাদেরকে আটক করেছি। এ বিষয়ে পত্নীতলা থাানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে চার জনকে ব্যবসায়ীরা আটক করে রেখেছিল। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযুক্তদের থানায় নিয়ে আসা হয়েছে। ব্যবসায়ীদের ডাকা হয়েছে তারা এসে লিখত ভাবে থানায় অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com