1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য শক্তির দাবিতে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা চলন্ত ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা, অজ্ঞাতপরিচয় যুবক গুরুতর আহত কক্সবাজারে সমুদ্র থেকে ৫লাখ ইয়াবা সহ ২১ পাচারকারী গ্রেফতার হরিপুরে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি চাঁদা ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারেক পরিষদের কমিটি গঠন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ ফিলিস্তিনিদের উপর ইসরাইলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে পাংশায় তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নাচোলে বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ কয়েকজনের বাড়িতে ভাঙচুর ও মালামাল লুট তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

সাতটি নারিকেল গাছের মূল্য সাত লাখ টাকা

Jewel Khalifa
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতটি নারিকেল গাছের মূল্য সাত লাখ টাকা নির্ধারণ করে এক পুলিশ ইন্সপেক্টরের কাছে চাঁদা দাবির ঘটনায় জেলার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেল গৌরনদীর উত্তর সরিকল গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি বর্তমানে পটুয়াখালীতে কর্মরত রয়েছেন। ওই পুলিশ ইন্সপেক্টরের ভাই সৈয়দ জুয়েল বাদি হয়ে একই গ্রামের মৃত আতাহার কাজীর ছেলে আমিনুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে চাঁদা দাবির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, সৈয়দ জুয়েল ও তার বড় ভাই দক্ষিণ কোরিয়া প্রবাসী সৈয়দ রুবেলের ক্রয়কৃত জমির মধ্যে পাশ্ববর্তী মসজিদের পাঁচটি এবং তাদের নিজস্ব দুইটি নারিকেল গাছ বাঁকা হয়ে ঝুঁকে পরেছিলো। যা মসজিদ কমিটির সদস্যদের সাথে আলোচনা করে কেটে ফেলা হয়। পরবর্তীতে গাছ কাটার একদিন পরেই সেখানে মসজিদের জন্য ভিয়েতনামের উন্নতজাতের নারিকেল গাছ রোপন করে দেওয়া হয়। সৈয়দ জুয়েল অভিযোগ করে বলেন, গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় কাজী আমিনুল ইসলাম বিপ্লব সাতটি গাছ কাটার জন্য আমার অপর ভাই পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেলের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে (কাজী বিপ্লব) দুই লাখ টাকা দেওয়া না হলে গাছ কাটার ঘটনায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করা হয়। পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেল বলেন, ক্রয়কৃত ওই জমি মালিক আমার দুইভাই। সেখানে গাছ কাটার বিষয়ে আমাকে ফোনের মাধ্যমে বিভিন্নধরনের হুমকি প্রদর্শন করে কাজী বিপ্লব প্রথমে সাতটি নারিকেল গাছের জন্য সাত লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাকে দুই লাখ টাকা দেওয়া না হলে গাছ কাটার ঘটনায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদর্শণ করা হয়। চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে কাজী আমিনুল ইসলাম বিপ্লব বলেন, রাতের আঁধারে মসজিদের গাছ কেটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। যার কোন সত্যতা নেই। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com