1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দৌলতখানে স্মরণ সভা বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজে অধ্যায়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে ফরিদপুরের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলো মো: নুরুজ্জামান ফরিদপুরে ‌ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ‌ ৫৩ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে ‌ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে ইসকন নেতার জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ চট্টগ্রামে ইসকন নেতার জামিন না মঞ্জুরে সংঘর্ষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত চিলমারীতে কৃষক সমাবেশ মোংলায় এক নারীকে কুপিয়ে হত্যা ও এক কলেজ পড়ুয়া মেয়েকে মারধরের অভিযোগ ধামইরহাটে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

কেন্দুয়ায় গেল বছর অস্বাভাবিক মৃত্যু ৫০

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অস্বাভাবিক মৃৃত্যুর হার কমেছে। ২০২২ সালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল ৭৭টি আর ২০২৩ সালে ঘটেছে ৫০টি। বেশির ভাগ আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাছাড়া এর মধ্যে রয়েছে খুন, সড়ক দুর্ঘটনা, বিষপান, বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে মৃত্যু।  জানা যায়, ২০২৩ সালে হাত্যাকাণ্ডের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৭ জন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ১২ জন, বিষপানে আত্মহত্যা করেছে ২ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জন, পানিতে ডুবে মারা গেছেন ১৭ জন, অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ১ জন।

 

এদিকে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটলেও থানায় রেকর্ডভুক্ত হয়নি একটিও। ফাঁস লাগিয়ে মৃত্যুর মধ্যে রয়েছে- স্কুল শিক্ষার্থী থেকে অল্প বয়সী নারী ও পুরুষ। আর পানিতে ডুবে বেশির ভাগ মৃত্যু হয়েছে শিশুর। এদিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষপান ও ফাঁসিতে ঝুলে আক্রান্ত হয়ে শতাধিক নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ অল্প বয়সী গৃহবধূ রোগীর সংখ্যা বেশি।পৌরসভাসহ চিরাং, সান্দিকোনা, কান্দিউড়া, মাসকা, গড়াডোবা ও বলাইশিমুল ইউনিয়নে এ জাতীয় মৃত্যুর সংখ্যা বেশি। আশুজিয়া ইউনিয়নে একজন চিকিৎসা নিয়েছেন। আর দলপা ও পাইকুড়া ইউনিয়নে এ সংক্রান্ত কোন রোগী চিকিৎসা নেয়নি বলে সূত্রে জানায়। ভৌগোলিক কারণে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন না অনেকেই। তারা পাশের উপজেলায় চিকিৎসা নেন বলেও জানান স্থানীয়রা। বিষপান ও ফাঁসিতে আক্রান্ত রোগীদের ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

 

তবে, ২০২২ সালে খুনের শিকার হয়েছিল ৮ জন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন ২৭ জন, বিষপানে আত্মহত্যা করেছে ৩ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জন,  পানিতে ডুবে মারা গেছেন ২৪ জন, অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ৬ জন ও সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু থানায় রেকর্ড হয়েছিল। কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক বলেন, শিক্ষার্থী ও নারীরা আবেগপ্রবণ। আত্মহত্যা একটি অপরাধ। এসব অপরাধ দমনে আমরা নানাভাবে সচেতনতামূল কাজ করে যাচ্ছি।  এজন্য আগের চেয়ে ২০২৩ এ সংক্রান্ত অপরাধ কম ঘটেছে। আশা করি অভিভাবকরা সচেতন হলে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যু রোধ করা সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com