যশোরের চৌগাছা-কোটচাঁদপুর মেইন সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। সম্প্রতি বৃষ্টিতে পানির স্রোত নামায় ভাঙ্গনের সৃষ্টি হয়। স্থানীয়রা বাড়তি সতর্কতায় সেখানে লাল কাপড় ঝুলিয়ে পথচারীসহ যানবাহন চালকদের সতর্ক করছেন। দ্রুত মেরামত করা না হলে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসি। পৌর এলাকার ইছাপুর বটতলা মোড়ের কাছেই কোটচাঁদপুর সড়কের পশ্চিম পাশে হঠাৎ ভাঙ্গন দেখা দিয়েছে। সড়কের পাশে বেশ কিছু জায়গা নিয়ে মাটি ধ্বশে গেছে, শুধু পাশের মাটিই না পিচ রাস্তার নিচ হতেও মাটি ধ্বশে গেছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার হালকা বৃষ্টির পানির স্রোত এসে ভাঙ্গা স্থান দিয়ে সড়কের পাশে পড়েছে। পানির স্রোতের কারনে এক দিনেই সৃষ্টি হয়েছে ভাঙ্গন।প্রথমে সড়কের পাশে কাঁচা রাস্তা ভাঙতে থাকে পরে তা পিচ রাস্তার নিচে হতেও মাটি সরে যেতে শুরু করেছে। গতকাল সরেজমিন ঘটনাস্থলে যেয়ে দেখা যায়, ভয়ানক এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপর থেকে কোন ভাবেই বুঝা সম্ভব না পিচ রাস্তার নিচ হতে মাটি ধ্বসে গেছে। স্থান দিয়ে সব ধরনের যানবাহন এমনকি পথচারীরা বেশ সতর্কতার সাথে চলাচল করছেন। ¯’ানীয় বাসিন্দা মহিদুল ইসলাম বলেন, সড়কটি ইছাপুর বটতলা হতে সিএমআইটি কলেজ পর্যন্ত পশ্চিম পাশ বেশ ঢালু। বটতলাসহ ওই এলাকার পানি এসে ভাঙ্গাস্থান দিয়ে সড়কের পাশে পড়ে। বেশ আগে অল্প ভাঙ্গা দেখা গেলেও সম্প্রতি বৃষ্টিতে ভাঙ্গন বেড়েছে। ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, বৃষ্টির পানিতে ভাঙ্গন বেড়েছে ঠিকই কিন্তু এখন মনে হচ্ছে পিচ রাস্তার নিচে হতে মাটি ধ্বসে পড়ছে। প্রতি দিনই সড়কটি ঝুকিপূর্ণ হয়ে উঠছে মেরামত করা জরুরী। পথচারী শওকত আলী, আব্দুল আজিজ বলেন, পিচ রস্তার মাটি ধ্বশে যাওয়ায় সাধারন মানুষের বুঝে উঠা কষ্ট জায়গাটি ভাঙ্গা। অপরিচিতদের দুর্ঘটনায় পড়ার আশংকা বেশি। বাস চালক কালু মিয়া বলেন, ভাঙ্গা জায়গায় এসে সতর্কতার সাথে পার হতে হচ্ছে। এলাকাবসি জানান, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ, সপ্তাহের শুক্র, সোম বুধবার চৌগাছার প্রধান কাঁচাবাজারসহ পশুহাট বসে। ঝিনাইদাহ জেলাসহ ওই এলাকার ট্রাক ও অন্যান্য যানবাহন এই তিন দিনে ব্যাপক চাপ থাকে সড়কে। এছাড়া সড়কের পাশে অন্তত ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করছে সড়ক দিয়ে। সড়কের চোরা ভাঙনের কারনে যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। দ্রুত সড়কটি মেরামদের দাবি স্থানীয়দের।
উপজেলা প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ বলেন, ভাঙ্গার খবরটি জানা ছিল না, দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের উদ্যোগ গ্রহন করা হবে।