মুক্তাগাছা আর কে স্কুল খেলার মাঠের সামনে ট্রাক ও বাইকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত । নিহতের নাম অনন্ত । আর বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারণে তাকে ময়মনসিংহ মেডিকেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। জানাগেছে মেকানিকের নাম ছিল রাসেল। স্থানীয়রা জানানা, আগামীকাল বাইক মেরামত শেষে ট্রায়েল এর জন্য অনন্ত ও বাইক মেকানিক আর কে স্কুলের খেলার মাঠের সামনে দিয়ে যাচ্ছিল তখন সামনে থাকা ট্রাকের পিছনে বাইকটি ধাক্কা লাগে। ঘটনা স্থলে বাইকের মালিক অনন্তের মাথা থেকে মস্তিষ্ক আলাদা হয়ে যাওয়ার কারণে সে মারা যায় আর স্থানিয়রা বাকি একজনকে হাসপাতালে নিয়ে যায়।