1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় ব্যবসায়ীদের অঙ্গীকার: পলিথিন-প্লাস্টিক দূষণ রুখতে একাট্টা হওয়ার বার্তা উপজেলা রামগতিতে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা মোংলায় বজ্রপাতে মৃত্যু এক নির্ভীক কলম সৈনিক সাংবাদিক আবু হাসানের মৃত্যু মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবকের কারাদণ্ড আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম,বিপাকে পাইকাররা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক গাজীপুরের পিরুজালীতে জোরপূর্বক গাছ কর্তন ও বিক্রির অভিযোগ শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও বিজিবি’র বাধা প্রদান বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

মাদারীপুর বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে বাবা মকবুল হোসেন মোল্লাকে (৬৫) কুপিয়ে হত্যার পর পালানোর সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন তার ছেলে রুবেল মোল্লা (৩৩)। রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের চেরাগআলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মকবুল হোসেনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, ছেলে রুবেল বাবাকে হত্যার পর পালানোর সময় হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ মাঠে পড়ে থাকতে দেখে পুলিশ গিয়ে উদ্ধার করে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী রুবেল মোল্লার মা কয়েক বছর আগে মারা যান। এরপর তার বাবা মকবুল হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই বাবা-ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং রুবেল আলাদা হয়ে বাবার বাড়ির পাশে নিজের জন্য একটি ঘর তৈরি করেন। রুবেল তার বাড়ির আশপাশে বেশ কিছু গাছ লাগিয়েছিলেন। সম্প্রতি মকবুল ছেলের অনুমতি ছাড়াই তার কয়েকটি গাছ কেটে ফেলেন। এ বিষয়ে জানতে পেরে রুবেল বাবার বাড়িতে গিয়ে এর কারণ জানতে চান। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জেরে রুবেল দেশীয় তৈরি দা দিয়ে বাবার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির পাশের ক্ষেতের মধ্যে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে তার সজোরে ধাক্কা খান। এতে তিনি মাটিতে পড়ে যান এবং সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যান। এদিকে, গুরুতর আহত মকবুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুক্তারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার নিউ মাইকেল বলেন, ‘রুবেলের মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগে রুবেল মালয়েশিয়া থেকে ফেরেন। স্থানীয়দের কাছে শুনেছি, তার বাবা কয়েকটি গাছ কেটে ফেলেছিলেন। এতে রুবেল ক্ষুব্ধ হয়ে বাবাকে কোপায়। পরে পালানোর সময় সে ক্ষেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে। পরবর্তীতে বাড়ির পাশে ছেলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ছেলে রুবেল মোল্লা মারা গিয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com