টাঙ্গাইলের মির্জাপুরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া ও খামারপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে ধরে এই দণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। জানা গেছে,উপজেলার গোড়াই গন্ধব্যপাড়ার মুূদি দোকানদার মো.শাকিল ভূইয়া দীর্ঘ দিন ধরে নিজের মুদি ব্যবসার অন্তরালে গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদকসহ তাকে হাতেনাতে ধরে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন বিচারক।এদিকে একই এলাকার বাসিন্দা বান্টু বাসফোর মাদক সেবন করে মাতলামি করার অপরাধে তাকে ধরে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।এবং একই সময় গোড়াই খামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।এসময় মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে মো.পাপ্পু মিয়াকে ধরে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন তিনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন,জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।