সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিররুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে জিডি নং-১৩০০, তারিখ-২৭/০৩/২০২৫ খ্রিঃ মূলে এসআই(নিঃ)/তুহিন বাওয়ালী, এসআই(নি:)/ চন্দন কুমার মন্ডল, এসআই(নিঃ)/মোঃ মোস্তাক আহামেদ এসআই(নিঃ)/মোহাম্মদ গিয়াস উদ্দিন, এসআই(নিঃ)/এম সজীব আহমেদ, এসআই(নিঃ)/অভিক বড়াল সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ধৃত ১নং আসামী সালাউদ্দিন গাজী ও ২নং আসামী মো: আবু বক্কার গাজীসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে ২৭.০৩.২০২৫ খ্রি: তারিখ বিকাল ১৬.১০ ঘটিাকার সময় শ্যামনগর থানাধীন গাবুরা গ্রামস্থ (০২ নং ওযার্ড) ৩নং আসামী মোস্তাফিজুর রহমান নান্নু এর বসতবাড়ি হতে এবং পরবর্তীতে অন্যন্য আসামীগণের বাড়ি থেকে সর্বমোট ০৯ টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক ০৫ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী: আসামী ১। সালাউদ্দিন গাজী(৩৮), পিতা-মৃত হাসান গাজী, সাং-কাঁকশিয়ালী, থানা-কালিগঞ্জ, ২। মো: আবু বক্কর সিদ্দিক গাজী(৫৫), পিতা-আরশাদ আলী গাজী, সাং-চিংড়িখালী, (৩নং ওয়ার্ড) ৩। মোস্তাফিজুর রহমান নান্নু(৩৫), পিতা-ইউনুস আলী গাজী, সাং-গাবুরা ২নংওয়ার্ড, ৪। মো: আতিকুর রহমান সাজু(৩৮), পিতা- মো: আ: গফুর গাজী, সাং- গাবুরা ২নং ওয়াড, ৫। মো: শাহাজাহান গাজী(৩৫), পিতা-মো: ছাকাত গাজী, সাং-৯নং সোরা, সর্ব থানা-শ্যামনগর , জেলা-সাতক্ষীরা। গ্রেফতারকৃত আসামীগণের বিভিন্ন তথ্য: আসামী সালাউদ্দিন গাজী শ্যামনগর থানা এলাকা হতে সু-কৌশলে মোটরসাইকেল চুরি করিয়া অপর সহযোগী আসামীগণের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রয় করে। আসামীগণ অভ্যাসগত চোর এবং চোর দলের সক্রিয় সদস্য। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীগণ আন্তঃ বিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়। আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলাসহ অন্য জেলায় একাধিক চুরি,অস্ত্র,মাদক মামলা রয়েছে। আসামী ১। সালাউদ্দিন গাজী(৩৮) এর বিরুদ্ধে ১৫ টি মামলা, ২। মো: আবু বক্কর সিদ্দিক গাজী(৫৫) এর খুলনা বটিয়াঘাটায় ও আর একটি বাড়ি আছে এর বিরুদ্ধে ২৭ টি মামলা, ৩। মোস্তাফিজুর রহমান নান্নু(৩৫) এর বিরুদ্ধে ০৩ টি মামলা, ৪। মো: আতিকুর রহমান সাজু(৩৮) এর বিরুদ্ধে ০৩ টি মামলা এবং ৫।