খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ১ নং তাইন্দং ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ জামাতে ইসলামের আমির সাহেব জনাব, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মমিন। বিশেষ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামাতে ইসলামের দুজন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে তাদের কোন দুর্নীতি বা অপকর্ম পাওয়া যায়নি। তাই সকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে জামাতের ছায়াতলে একত্রিত হয়ে সংসদ পর্যন্ত জামাতকে যদি পৌঁছানো যায় তাহলেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। তা না হলে কখনোই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু রাজনীতির জন্য নয় ইহকাল ও পরকালে শান্তির জন্য কাজ করে যাচ্ছে। তাই সকলে ঐক্যবদ্ধভাবে সংসদে যদি জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে পারে।গরিব দুঃখী ও মেহনতী মানুষের দুঃখ থাকবে না। এবং বাংলাদেশ জ্যামিতি ইসলামিক ক্ষমতায় গেলে শুধু যে মুসলিমরা নিরাপদে থাকবে তা নয় বাংলাদেশের সকল নাগরিককে নিরাপদ থাকবে। জামাতে ইসলামের কাছে নিরাপদ থাকবে হোক সে হিন্দু হোক সে বুদ্ধ হোক সে মারমা সকলে। তিনি আরো বলেন ৩০ বছর যাবত তিনি অত্র অঞ্চলের জন্য শিক্ষায় চিকিৎসা এবং স্বাস্থ্য খাতে মানুষের উপকার করে যাচ্ছেন। তাই তাকে যদি আগামী সংসদ নির্বাচনে জয় যুক্ত করে সংসদে পাঠাতে পারে তাহলে অত্র এলাকার মানুষের কোন দুঃখ থাকবে না।