ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আলোচিত মিলন হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
শনিবার (২৯ মার্চ) বৈকালে জামায়াতের একটি প্রতিনিধি দল মিলনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দরা মিলনের পরিবারের সার্বিক খোঁজ খবরের পাশাপাশি মামলার অগ্রগতি ও কোন প্রকার সমস্যা হচ্ছে কিনা সে বিষয়েও কথা বলেন। এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অন্যতম শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, সেক্রেটারী বাবুল আহাম্মেদ, উপজেলা কর্ম পরিষদ সদস্য নুরুজ্জামান, ঠাকুরগাঁও ৭নং পৌর ওয়ার্ডের সভাপতি ও জেলা মানবসম্পদ বিভাগের মাস্টার ট্রেইনার আব্দুল হক, ৩নং খনগাঁও ইউনিয়ন সভাপতি আব্দুল কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গত ২৩ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার সময় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর অপহরণকারীরা কয়েক দফায় মুক্তিপণ দাবি করে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিলেও মিলনকে ফেরত পায়নি তার পরিবার। অনেক নাটকীয়তার ২৬দিন পর প্রশাসনের সহায়তায় জীবিত না পেলেও মৃত লাশ পেয়েছিলেন মিলনের পরিবার। নিহত মিলন (২৩) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন ৩নং খনগাও ইউনিয়নের চাঁপাপড়া গ্রামের পাঞ্জাব আলী’র ছেলে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করে হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান মিলনের পরিবার ও এলাকাবাসী।