ঈদুল ফিতরের প্রস্তুতি শেষের দিকে, ময়মনসিংহের মুক্তাগাছায় ঈদের কেনাকাটা করতে মলে তীব্র ভিড় লক্ষ করা গেছে। ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য বাজারে ভিড় বেড়ে যাওয়ায় শপিং মলগুলোতে মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড়ে দোকানপাটের ভিতর হাঁটা-চলার জন্যও জায়গা মিলছে না। এবার ঈদে পোশাক, সেমাই, মিষ্টি, উপহার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে আগ্রহী মানুষের সংখ্যা যেন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। বিশেষত শপিং মলগুলোতে এসব পণ্য কিনতে এসে ভিড় জমাচ্ছেন নারী-পুরুষ, বৃদ্ধ-বাচ্চা সবাই। দোকানগুলোতে চলছে ক্রেতাদের নিত্যনতুন পোশাক, গয়না ও উপহারের জন্য বেছে নেওয়ার তোড়জোড়। বড় বড় শপিং মলগুলোতে বিশেষ ঈদ ডিল এবং অফারের ছড়াছড়ি থাকায় ক্রেতাদের উৎসাহ অনেক বেড়েছে। ব্যবসায়ীরা জানান, ঈদের আগের দিনগুলোতে কেনাকাটার চাপ একটু বেশি। কয়েকজন ক্রেতা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তারা কেনাকাটা শেষ করেছেন, তবে ঈদের উৎসবের আনন্দে সেই সামান্য ভোগান্তি মেনে নিয়েছেন। আবার অনেকে ক্রেতা বলেল, গতবার ঈদের চেয়ে এবার ঈদে দাম একটু সীমিত । এদিকে, দোকানগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও বিশেষভাবে জোরদার করা হয়েছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন, ঈদের সময় এই ধরনের ভিড় স্বাভাবিক, কিন্তু নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি। ঈদ উপলক্ষে শপিংয়ের আনন্দ যেন ভোগান্তিতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবারের ঈদকে কেন্দ্র করে শপিং মলগুলোর ব্যবসায়ীরা আশা করছেন, তারা বড় ধরনের লাভ অর্জন করবেন, কারণ ঈদ বাজারের মাধ্যমে অনেকেই তাদের বছরের বিক্রি পুর্ণ করবেন।