কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্ভুক্ত গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসার ৭৫ বছর পূর্তী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী আয়োজন বাস্তবায়নের লক্ষে করণীয় বিষয় নিয়ে আলোচনা সভা এবং অংশগ্রহণকারীদের সম্মানে দুআ ও ইফতার মাহফিলের আয়োজন করে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা । এতে অংশ গ্রহণকারীদের মধ্যে ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জয়ন্তী পালনের ব্যাপারে উচ্ছাস দেখা যায়। আলোচনা সভায় বক্তারা বলেন, গোলেরহাট মাদ্রাসার প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানটির যে আয়োজন হতে যাচ্ছে, তা পূর্ব দুধকোমরে একটি ইতিহাস সৃষ্টি করবে বলে আমরা আশাবাদী।