1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বপনের নির্দেশনা ও বাবুলের সম্মতিতে খাঁজনা মুক্ত হল সরিকল বন্দরের ২৪‘র চেতনায় বিশ্বাসীদের নিয়ে কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা গড়ে তুলেছেন ঐক্যতান স্বামী হত্যার বিচার চেয়ে কয়রায় স্ত্রীর আকুল মিনতি: দীর্ঘ অপেক্ষার পরও ন্যায়বিচার অধরা নোয়াখালী সদর হাসপাতালে রুগিদের সেবা নামে চলছে ব্যাবসা ঝিনাইদ‌হে ৮৪০ টাকার জন্য কিল ঘু‌ষি‌তে মুদি দোকানি কে হত্যা বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান সাজসজ্জায় কাজিরহাট থানায় গভীর রাতে (স.মিলে) করাত কলে দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয় ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ ২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিরাজগঞ্জ দরগা রোডে পৌর আইন লঙ্ঘন করে ৮ তলা ভবন নির্মাণ

ক্ষেতলালে বিএনপির দলিয় ব্যানার চুরির অভিযোগে পার্টি অফিসে হামলা

Sumon Mondal
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপি দলিয় এমপি প্রার্থী ওবায়েদুর রহমান চন্দন গ্রুপের ঈদ শুভেচ্ছা ব্যানার চুঁরির অভিযোগে পার্টি অফিসে হামলা ও চাঁদার দাবি করায় ছাত্রলীগসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে বড়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদিন । গত ৩১ মার্চ সোমবার উপজেলার হিন্দা শিমুলতলী বাজারে এঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গত ঈদুল ফিতর উপলক্ষে চাঁদ রাতে উপজেলার হিন্দা শিমুলতলী বাজারে ঈদগাহ মাঠের সামনে দু’পাশের গাছের সাথে বিএনপি দলিয় এমপি প্রার্থী ওবায়দুর রহমান চন্দন গ্রুপের ঈদ শুভেচ্ছা ব্যনারর টাঙ্গীয়ে দেয় তাঁর সমর্থক’রা। ওই রাতে সাগর, মোস্তাক ও মোহন-১-২সহ স্থানীয় কয়েকজন ছেলে বাজারের পাশে সুজনের বাড়ীতে পিকনিক খাওয়ার আয়োজন করে। রান্না হওয়ার পূর্বে তারা হিন্দা হাইস্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিল। ওই রাত ১০ টার পর মোহন ও সাগরকে রান্নার খবর নিতে সুজনের বাড়িতে পাঠিয়ে দেয়। তারা ঈদগাহ গেটের সামনে পৌছলে দুই পাশে গাছে টাঙানো সাদা ব্যানার দেখে রাতের বেলা ভয়পেয়ে আতকে উঠেন তারা। তখন স্কুল মাঠে বসে থাকা কয়েকজনকে ডেকে নিয়ে তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই এই ভীতিকর জায়গা থেকে ব্যানারটি সড়িয়ে রাখা উচিৎ। এই ভেবে ব্যানারটি খুলে পাশের ফজলুর বাড়ি রেখে চলে যায়। এরপর পরের দিন সকালে ব্যানারটি দেখতে না পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝর উঠে। এক সময় তারা জানতে পারে ব্যানারটি চুরি হয়েছে। এঘটনায় বড়াইল ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আব্দুল হান্নান মন্ডল কৌশল করে ওই ব্যানার উদ্ধারকারীকে ৫ হাজার টাকা পুরুষ্কার দেওয়া হবে। ওইদিন সন্ধ্যায় বজরবরাহী গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহান হারিয়ে যাওয়া ব্যানার নিয়ে সেক্রেটারী হান্নান মন্ডল এর ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিতি হন। তখন তাকে আটকে রেখে জিজ্ঞেস করে ব্যানারটি কোথায় পাওয়া যায় এর সাথে কারা জড়িত তাদের নাম বলার জন্য চাপ দেয় এবং তাকে চড়থাপ্পড় মারে । এরপর সোহান ক্ষিপ্ত হয়ে স্কুল মাঠে গিয়ে সহপাঠীদের নিয়ে শিমুলতলী বাজারে বিএনপির পাটি অফিসে গিয়ে তর্কবির্তকের একপর্যায় হাতাহাতি হলে জয়নাল আবেদিন পুলি আহত হয়। আহত কর্মীকে হাসপাতালে দেখতে আসে জাতীয়তাবাদী বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com