1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ামিরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় কসবার ইসহাক নিহত ফরিদপুরের সালথায় দলে না ভিড়লেই নির্যাতন, মুক্তি চায় এলাকাবাসী রানিশংকৈলে ব্যাতিক্রম ধর্মী রক্তদান সেবা সংগঠনের শুভ উদ্বোধন ভূয়া এনজিও প্রতিষ্ঠানে তালাবদ্ধ- আটক তিন কয়রায় দুর্যোগ মৌসুমে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ দুর্গাপুরে ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ, বৈদ্যুতিক তার চুরি মাটিরাঙ্গায় অস্ত্র উদ্ধার জনস্বাস্থ্য সুরক্ষায় ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি: ওয়েবিনারে বক্তারা

দেবিদ্বার মসজিদে হামলা করে সেক্রেটারি হত্যার ২ আসামি র‍্যাবের হাতে আটক

মোঃ কামরুল হাসান দোলন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্রকরে মসজিদ কমিটির সেক্রেটারি ইব্রাহীম খলিলকে হত্যার ঘটনার মামলায় এজাহারনামীয় ২ আসামিকে সিদ্ধিরগন্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। গ্রেপ্তারকৃতরা উভয়ই হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ফাতেহাবাদ গ্রামের জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ভুট্টুর ছেলে জাহিদ হোসেন ভূঁইয়া (২৫) ও ছেলে অনিক ভূঁইয়া (২০)। তারা সম্পর্কে দুই ভাই। শুক্রবার (৪ এপ্রিল) রাতে র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর মোড় এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার নয়াকান্দি ও ফতেহাবাদ গ্রামের দুই পক্ষের সাথে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে মাসুদ ও কামরুলের বিদ্যামান দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে রাত সাড়ে ৯টায় কামরুলদের ওপর হামলা চালায়। এসময় কামরুলের সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে পড়লে নয়াকান্দি গ্রামের ছেলেরা তাদের মসজিদে খুঁজতে এসে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং মসজিদে ভাঙচুর চালায়। মুসল্লিরা হামলাকারীদের বাঁধা দিলে তাদের আঘাতে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলসহ ১২ জন আহত হন। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, ভিকটিম ইব্রাহীম খলিল মারাত্মক আঘাত পাওয়ায় সে রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর ৬ দিন পর দিবাগত রাত দেড়টায় ইব্রাহিম মারা যান। নিহত ইব্রাহীম খলিল দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়ার মৃত হাসন আলীর ছেলে। তিনি ফতেহাবাদ বায়তুল আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com