1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে এস এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন শিক্ষার্থী নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত দুই মৌলভীবাজারে সিকিউরিটি গার্ড ভেবে আইনজীবী খুন;গ্রেফতার ৫ মাগুরাতে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশাসনের কঠোর নজরদারির মধ্যদিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত তারাগঞ্জে প্রধান শিক্ষক কে ঘিরে( দুই) গ্রুপের সংঘর্ষ, অহত ৬ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে নকলায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত পাঁচবিবিতে আউশ ধানের বীজ ও সার পেল ২৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এস এস সি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরণ পুলিশ দেখে পালাচ্ছিলেন, পকেটে মিলল ইয়াবা

প্রেমের ফাঁদে ফেলে সাভারে কলেজ ছাত্রকে অপহরণ আটক ২

রেজাউল করিম মুন্না
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মনোয়ার হোসেন পলাশ (২০) নামে আশুলিয়ার ভাদাইলের এক কলেজ ছাত্রকে সাভারে ডেকে এনে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটকে রেখে হাত-পা বেঁধে মারধর ও উলঙ্গ করে নগ্ন ভিডিও ধারণের পর চাঁদা দাবি করে অপহরণকারীরা। (৩১মার্চ) সোমবার ঈদের দিন সন্ধ্যায় সাভার মুক্তির মোড় তারাপুর মহল্লার প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী ও স্ত্রী পরিচয়ে ৭ তলা ভবনের একটি ফ্লাট ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত এসব অপকর্ম করে আসছিল বলে জানা গেছে। বিষয়টি স্বীকার করেছেন ওই বাড়ির কেয়ারটেকার মো. ইমন। তবে তার দাবি, তাদের অগোচরেই এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিল এই চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ার হোসেন পলাশের মা পারুল আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় এক নারীসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় জড়িত এক নারীসহ চক্রের মূল হোতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। (৫ এপ্রিল) শনিবার রাতে অভিযান চালিয়ে সাভার মুক্তির মোড় তারাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কারীর ঠিকানা- সাভারের আনন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে সাজেদুল ইসলাম সাদ (২৫) ও চট্টগ্রাম জেলার মানিকছড়ি গ্রামের সৈয়ত মোহাম্মদ ইসমাইলের মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া। তারা দুজনেই স্বামী-স্ত্রী পরিচয়ে ৭ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন বয়সী মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পুলিশ জানিয়েছে এ ঘটনার সাথে জড়িত জিহাদ ও সৌরভ নামে দুই সহযোগী পলাতক রয়েছে । ভুক্তভোগী মনোয়ার হোসেন পলাশ জানান, তিনি ঢাকা জেলার আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার প্রবাসী মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আশুলিয়ার সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। কয়েকদিন আগে জান্নাতুল ফেরদৌস মায়ার সঙ্গে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা ও ছবি আদান-প্রদানের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। ৩১ মার্চ ঈদের দিন বিকালে জান্নাতুল দেখা করার জন্য তাকে সাভারের মুক্তির মোড়ে আসতে বলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাভার মুক্তির মোড় এলে জান্নাতুল ও সাজেদুল ইসলাম সাদসহ ৩-৪ জন লোক তাকে অপহরণ করে পাশের একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গামছা দিয়ে হাত-পা এবং ওড়না দিয়ে চোখ বেঁধে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে মারধর শুরু করে। পরবর্তীতে নগদ ৫ হাজার ৬০০ টাকাসহ পরিবারের কাছে বিকাশের মাধ্যমে ২৬ হাজার টাকা আদায় করে। অবশিষ্ট টাকা দেওয়ার শর্তে নগ্ন ভিডিও ধারণ করে ঐদিন রাতে পাকিজা এলাকায় ফেলে রেখে যায় চক্রটি। এ সময় ১ লাখ টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি নোট ২০-৫জি মোবাইল ফোন হাতিয়ে নেয় তারা। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পথচারীরা। পরবর্তীতে সেই নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মুঠোফোনে কল করে অবশিষ্ট টাকা দাবি করে আসছিল অভিযুক্তরা। এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com