1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ইসরাইল বিরোধী হরতাল, জনসাধারণের প্রতিবাদ নওগাঁয় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা বগুড়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার মূল আসামিসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য বার্মিজ চাকুসহ আটক গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে গাজার উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হোমনায় ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ণের প্রতিবাদে বিক্ষোভ ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত. শাহজাহান সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি আশুলিয়ায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ভূখণ্ডে গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের ছাত্র-জনতা

গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

মু. অলি উল্লাহ ইয়াছিন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সড়ক অপরাধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে। ইসরাইলের হামলার প্রতিবাদ জানায়। সাধারণ শিক্ষার্থীর পক্ষে বেগমগঞ্জের “নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট” রায়হান বলেন, গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। বিপুল সংখ্যক লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভে অংশ নিয়েছেন। এছাড়া সকাল ১০টা চৌমুহনী হকার্স মার্কেট থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ মিছিল বের করে। ১১টা খেলাফত মজলিস বিক্ষোভ করে চৌমুহনী পাবলিক হলে। এদিকে একই দাবিতে বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ নোয়াখালীর বিভিন্ন ইসলামী সম্মাননা দলগুলো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com