ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মুসলিম জনতা এ কর্মসূচীর আয়োজন করে। দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে জামতলা মেড়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। এতে প্রতিদিন শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি নাগরিক মারা যাচ্ছে। গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এসময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত আজিজুর রহমান সরকার স্বপন, খেলাফতে মজলিসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান জাওহারী ও ইয়াকুব আলী শ্রবণ প্রমুখ বক্তব্য রাখেন।