1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ইসরাইল বিরোধী হরতাল, জনসাধারণের প্রতিবাদ নওগাঁয় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা বগুড়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার মূল আসামিসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য বার্মিজ চাকুসহ আটক গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে গাজার উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হোমনায় ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ণের প্রতিবাদে বিক্ষোভ ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত. শাহজাহান সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি আশুলিয়ায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ভূখণ্ডে গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের ছাত্র-জনতা

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত

Rakibul Hasan Munna
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর ও মানবতাবিরোধী হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠ থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর ও শহীদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা স্মারক মাঠে এসে সংহতি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নীরিহ ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো ক্যাম্পাস।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “গাজায় ইসরাইলি বাহিনীর এই নৃশংস হামলা মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্যতম অপরাধ। শিশু, নারী ও সাধারণ মানুষের উপর এভাবে হামলা চালিয়ে ইসরাইল যে অমানবিকতা প্রদর্শন করছে তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আজকের এই সংহতি সমাবেশের মাধ্যমে আমরা গাজার মানুষের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি—এই হামলা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনের পক্ষে একটি শক্তিশালী আন্তর্জাতিক জনমত তৈরি করা এখন সময়ের দাবি। ইসরাইলের বর্বরতা ও দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্ববাসীকে একত্রিত হতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা তাদের বক্তব্যে গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বিশ্বব্যাপী চলমান ইহুদি পণ্যের বর্জন, অর্থনৈতিক অবরোধ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি প্রদানই হতে পারে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ।” তারা ইসরাইলের পণ্য বর্জন ও ফিলিস্তিনের পক্ষে জাতীয়ভাবে শক্ত জনমত গড়ে তোলার আহ্বান জানান।
সংহতি সমাবেশ শেষে শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও দাহ করা হয়।
উল্লেখ্য, গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (৭ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com