1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি চিলমারীর ৭ মৎস্যজীবী বিএসএফ এর হাতে ৫মাস থেকে আটক, পরিবারের মানবেতর জীবন-যাপন কুড়িগ্রামে ৪৭ কেজি গাঁজাসহ আটক ২ ১নং রসুলপুরে খাদ্য বান্ধব কর্মসূচী চাউল বিতরণ শুরু চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল পঞ্চগড় স্থাপনের দাবিতে মানব বন্ধন চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউটের খাবার মেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট রূপগঞ্জে মুষলধারে বৃষ্টিতে প্লাবিত গাউছিয়া মার্কেট

ফিলিস্তিনে গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরাইল কর্তৃক ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর ও পৈশাচিক গণহত্যা এবং অব্যাহত হামলার ফিলিস্তিনে অবৈধ দখলদার প্রতিবাদে ইসরাইল কর্তৃক ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর ও পৈশাচিক গণহত্যা এবং অব্যাহত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ০৭ এপ্রিল সোমবার বিকেলে কাঁচপুর মহাসড়কে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য ইলিয়াছ মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, ছাত্র নেতা আকরাম হোসাইন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, এডভোকেট ইসরাফিল হোসাইন, মুফতী জাহাঙ্গীর আলম প্রমূখ।
কাঁচপুর বাস স্টান্ডে সমাবেশ করে বিশাল বিক্ষোভ মিছিলটি কাঁচপুর থেকে শুরু হয়ে নয়াবাড়ি সড়ক প্রদক্ষিণ করে আবার কাঁচপুর ব্রিজে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, আবহমানকাল থেকে ফিলিস্তিন একটি ঐতিহাসিক জনপদ। এই ভূমিতে অসংখ্য নবী রাসূলের জন্ম। মুসলমানরাই এখানকার প্রকৃত অধিবাসী। বৃটিশ শাসনামলে ভাগ করো শাসন করো নীতির আলোকে মধ্যপ্রাচ্যকে ছোট ছোট রাষ্ট্রে পরিণত করা হয়। এরই ফাকে বৃটিশদের কুটকৌশলের মাধ্যমে গোটা দুনিয়া থেকে ইহুদী সন্ত্রাসীদের ফিলিস্তিনে বসতি স্থাপনের সূযোগ করে দেয়া হয়। অবৈধভাবে ভূমি দখল করে তারা প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকান্ডই শুধু নয় পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা পরিচালনা করছে। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ক্ষমতাধর রাষ্ট্রগুলো। তারা একদিকে মানবাধিকারের কথা বলে, অপরদিকে ফিলিস্তিনে নির্মম গণহত্যাকে পৃষ্ঠপোষকতা দান করে। জাতিসংঘকে অবশ্যই সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের সদস্যপদ বাতিল করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে।
ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, ফিলিস্তিনকে ইজরাইলি দখলমুক্ত করতে গোটা দুনিয়ার মুক্তিকামি মানুষের সাথে আমারা ঐক্যবদ্ধ আছি।
জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আধুনিক দুনিয়ার নিষ্ঠুর কসাই নেতানিয়াহুকেসহ তার বংশবদ সামরিক অফিসারদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে বিচারের ব্যবস্থা করতে হবে। মানবতা বিরোধী অপরাধের জন্য যে সকল রাষ্ট্র ইসরাঈলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের মানবতার কান্নায় আজ গোটা দুনিয়া ক্রন্দনরত, অথচ মধ্যপ্রাচ্যসহ মুসলিম রাষ্ট্র প্রধানরা নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি মুসলিম রাস্ট্রগুলোকে ইসরাঈলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com