সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলার ০১ জন ও ওয়ারেন্ট ভুক্ত ০৪ জন আসামী গ্রেফতার। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজীব রহমানের নির্দেশনায় এসআই আসাদুল ইসলাম , এএসআই মোঃমহিনূর,এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আমজোড়াগ্ৰামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্ৰেফতার উজ্জল মিয়া উপজেলার চামরদানী ইউনিয়নের দক্ষিণ আমজোড়া গ্ৰামের আঃ ছমেদ মিয়ার ছেলে । মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ ধারা-15(3)/25D The Special Powers Act,1974 এর আসামী।সে চামরদানী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। একই দিনে সম্পদপুর ও সোলেমানপুর এলাকা হইতে ননজিআর-১০/২৩(মধ্যঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামী-১। সঞ্জয় তালুকদার ২।লিটন তালুকদার ৩।পিনু তালুকদার ও সুলেমানপুর এলাকা হইতে সিআর-৫৮১/২০২৪(ভালুকা)এর ওয়ারেন্ট ভুক্ত আসামী-বজলু মিয়া দ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত ধৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।