রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। ঈদুল ফিতরের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন বিদ্যালয় দু’টির কর্তৃপক্ষ।
পারিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেনা কবির জানান, দীর্ঘ ঈদ ছুটির পর সোমবার (৮ এপ্রিল) বিদ্যালয় খুললে শিক্ষক ও কর্মচারীরা দেখতে পান, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পরে খোঁজ নিয়ে দেখা যায়, বৈদ্যুতিক মেইন লাইনের তার ও বিভিন্ন কক্ষের অভ্যন্তরীণ সংযোগের তার চুরি হয়েছে।
তিনি বলেন, “ঈদের ছুটির সময় বিদ্যালয় পুরোপুরি বন্ধ ছিল। কোনো নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তা ছিল দুর্বল। সেই সুযোগেই হয়তো এ চুরির ঘটনা ঘটেছে।”
চুরির ঘটনায় বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা, লাইটসহ অন্যান্য বৈদ্যুতিক সুবিধা ব্যবহারে সমস্যা হচ্ছে। গরমে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন পারিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
নোনামাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম রেজা জানান, ঈদুল ফিতরের ছুটিতে বিদ্যালয় বন্ধ ছিল। ছুটি চলাকালীন সময়েই সম্ভবত এই চুরির ঘটনা ঘটে। বিদ্যালয় খুললে বিষয়টি আমরা প্রথম লক্ষ্য করি। বিষয়টি প্রশাসনকে জানানোর পরে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।
এদিকে দুটি বিদ্যালয়ে একযোগে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।