ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের পৌরসভার হাটখোলার ঐতিহ্যবাহী হরিবাসর, বিভিন্ন এলাকার কীর্ত্তনের দল দিয়ে হরিবাসর অনুষ্ঠিত হয়।
জানা যায়,ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডে হাটখোলা সর্বজনীন হরিবাসর মন্দিরের কমিটির উদ্যোগে এ হরিবাসরের আয়োজন করা হয়।
উক্ত হরিবাসর অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ,দর্শক শ্রোতা দলে দলে আসিয়া পুজো পার্বন,কীর্ত্তন ও নাম সংকীর্তন করেন।
হরিবাসর অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কীর্ত্তনের দল ভাড়া করে নিয়ে আসা হয়।আর সে কীর্ত্তনের দল দিয়ে হরিবাসর মঞ্চে কীর্ত্তন গাওয়া হয়।সে সময় পৌর,বিএনপির সভাপতি অধ্যক্ষ শাহজান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, লিটন প্রধান, পৌর বিএনপি’র সদস্য রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের, শিক্ষক শরিফ উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের সদস্য মুক্তার আলম মুক্তার, ১নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মিন্টু সহ ও, এ সময় বক্তারা বলেন, ভক্তদের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনাই, সবাই মিলে প্রার্থনা করবেন, এতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।