1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নীরব আলো: শ্রদ্ধেয় বাবুল স্যারকে বিদায় বগুড়া শাজাহানপুরে গরু চোর গ্রেপ্তার মিরপুরে জাসদ কর্মীকে হত্যা, ছাত্রদল নেতাসহ আটক ৩ বরগুনার তালতলীতে বিএনপির দুই গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচিতে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ২৫জন শাজাহানপুরে গরু চোর গ্রেপ্তার পিতার সম্পত্তি আত্মসাতের চেষ্টা থেকে রক্ষা ও নিরাপত্তা দাবীকরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ লালপোলে -(ফেনী) সাহাব উদ্দিনের অসীম ক্ষমতার অধিকারী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কয়েকটি স্থান পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন দীর্ঘ ২৩ বছর পর বিএনপির সম্মেলনকে ঘিরে পটুয়াখালীতে চলছে ব্যাপক আয়োজন

বাঁচার স্বপ্ন বুনছে হেলনা পাড়া — বেরীবাঁধে বদলে যাচ্ছে জনপদ

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ঘাটাইল উপজেলার ৩ নং জামুরিয়া ইউনিয়নের হেলনা পাড়া গ্রাম। বহু বছর ধরে বর্ষা মানেই ছিল আতঙ্ক, ভাঙন, আর হারিয়ে যাওয়া ফসল। আজ সেই গ্রামের মানুষগুলোর চোখে জল, কিন্তু এবার তা ভয়ের নয়, স্বস্তির। কারণ বহু প্রতীক্ষার পর শুরু হয়েছে হেলনা পাড়ার প্রতিরক্ষা দেয়াল, একটি বেরীবাঁধ নির্মাণ। ঘাটাইল উপজেলা প্রশাসনের অর্থায়নে শুরু হওয়া এই বেরীবাঁধ নির্মাণ প্রকল্পটি যেন এলাকার মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। প্রতিবছর বন্যায় তলিয়ে যাওয়া ফসলের জমি, নষ্ট হয়ে যাওয়া জীবিকা, আর দুর্ভোগের কাহিনি এবার হয়তো ইতিহাস হয়ে যাবে। ঘাটাইল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ৩ নং জামুরিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বন্দে আলী মিয়া বলেন,এই বাদ নির্ণানের ফলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। কৃষকের কণ্ঠে আশার সুর”যখন শুনলাম বাঁধ হবে, প্রথমে বিশ্বাসই করতে পারিনি,” বললেন ষাটোর্ধ্ব এক কৃষক। “আমার বাবাও দেখেছে এই জমি পানিতে তলিয়ে যেতে। আজ আমি দেখছি বাঁচার আলোর দিশা।” তিনি আরো বলেন, “এখন আশা করি এই জমিতে শুধু ধান নয়, গম আর সবজি চাষ করেও বাঁচতে পারবো। তিন ফসলি জমির স্বপ্ন এবার সত্যি হবে।” নারী ও শিশুদের জন্যও বদলে যাবে জীবনধারা এই বেরীবাঁধ শুধু কৃষিকাজই নয়, নারীদের জীবিকায়ন ও শিশুদের নিরাপত্তার দিক থেকেও একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে। উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগ ঘাটাইল উপজেলা প্রশাসনের এ ধরনের সময়োপযোগী এবং মানবিক উদ্যোগ স্থানীয় মানুষদের মন জয় করেছে। এলাকাবাসী অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছে প্রশাসনকে। তাঁরা চান, এমন প্রকল্প যেন আরও বেশি হয়, যেন প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ উন্নয়নের ছোঁয়া পায়। হেলনা পাড়ার এই বেরীবাঁধ শুধু একটি মাটির দেয়াল নয়—এটি একটি স্বপ্ন, একটি প্রতিজ্ঞা, যা দুর্দশা থেকে মুক্তির পথে এগিয়ে যাচ্ছে। আজ যেখানে ভয় ছিল, সেখানে এখন ভরসা। এই বাঁধ গ্রামের মানুষকে শুধু রক্ষা করবে না, বরং তাদের জীবনযাত্রাকে বদলে দেবে—স্থায়ী ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে এক নতুন ভোরের দিকে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com