গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার সীমান্তবর্তী দুই থানার মোড় এলাকায় ফের উত্তেজনা ছড়িয়েছে। গতকাল (বৃহস্পতিবার বিকেলে ডাঙ্গারচর ও দুই থানার মোড় এলাকার দুই গ্রামের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে বাকবিতণ্ডা হলেও কিছুক্ষণ পরই উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনেক শিশু-কিশোরকেও লাঠি হাতে রাস্তায় অবস্থান নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে শিশুদের এই উদ্বেগজনক দৃশ্য চোখে পড়ে, যা স্থানীয়সহ দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এই সড়কপথেই নির্মাণাধীন হরিপুর-চিলমারী সেতুটি যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছিল। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এতে কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং মানুষের চলাচলে গতি আসবে।
তবে ধারাবাহিকভাবে এমন সহিংস ঘটনা ঘটতে থাকলে সেতুকে ঘিরে গড়ে ওঠা সম্ভাবনা এবং বহুদিনের স্বপ্ন ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
এলাকাবাসীর দাবি, সময়মতো প্রশাসন পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজপতিদেরও আহ্বান জানানো হয়েছে যেন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, হরিপুর-চিলমারী সেতু চালু হলে দুই জেলার মানুষ বহুদিনের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সর্বত্র। কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান না থাকলে উন্নয়নের সেই স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।