পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে রাসেল মিয়ার চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে টিনশেডের ওই মার্কেটের ৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ঘন্টব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। ততক্ষণে ৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার আনসার মিয়া বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি সব চোখের সামনে পুড়ছে। নতুন দোকান খুলেছিলাম। সব পুড়ে গেছে। ৩ লাখ টাকার শুধু মালামালই ছিল।
মার্কেটের মালিক মুজিবুর রহমান বলেন, আগুনে ৬টি দোকানের সবকিছু পুড়ে গেছে। এরমধ্যে একটি ওষুধের দোকান, ৩টি মুদি দোকান, একটি সবজির ও একটি চায়ের দোকান ছিল। সবমিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা ঘটনাস্থলে আসেনি।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেশনের ইনচার্জ মুর্শেদ আলম বলেন, সংবাদ পেয়েই আমরা দ্রুত বের হই। কিন্তু রাস্তার জন্য আমরা সেখানে যেতে পারিনি। ঘটনাস্থলের প্রায় দেড় কিলোমিটার সামন থেকে আমাদের ফিরে আসতে হয়েছে। ততক্ষণে শুনেছি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন সুত্রপাত ঘটে।