দিনাজপুরের ঘোড়াঘাটে ফিলিস্তিনের ওপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। আজ শুক্রবার (১১এপ্রিল) বাদ আসর সিরাতে মুস্তাকিম পরিষদ ও তৌহিদি জনতার যৌথ আয়োজনে বিরাহিমপুর গুচ্ছগ্রাম হ্যালি প্যাড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন সিংড়া ইউ পি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, মুফতি মনোয়ার হোসেন, মুফতি শাহীন রেজা, ইমাম মোঃ সিরাজুল ইসলাম ও মাওলানা ফজলুল হক সহ অনেকে। সমাবেশে বক্তারা বলেন ইসরাইলের আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে অসহায়, নিরীহ, নিপীড়িত ও মজলুম ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে ইসরাইলের সকল পণ্য বয়কট করতে হবে। এ সময় তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।