ঝিনাইদহের কালীগঞ্জে কোলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন ধরনের মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতা।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কোলা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার কোলাবাজারে বিএনপি নেতা বাবলুর রহমানের ফার্নিচারের দোকানে হামলা চালান নজরুল ইসলাম মোল্লা ও তার লোকজন। তারা দেশী অস্ত্র দিয়ে বাবলুর রহমান ও তার ভাইপো আফাঙ্গীরকে জখম করে। এ ঘটনার জেরে কোলাবাজারে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল হয়। সেখান থেকে হামলাকারীদের আটকের দাবি করা হয়।