বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা ও পৌর বিএনপি’র কর্মীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ এপ্রিল বিকেল সাড়ে ৪ টায় নাচোল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রব্বানীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি এম মজিদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, সিনিয়র সহ-সভাপতি পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহুদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক তহুরুজ্জামান তুষার, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, ফতেপুর ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, কসবা ইউনিয়নের সেক্রেটারি সোলেমান আলি।
বক্তারা বলেন, নাচোল উপজেলায় বিএনপি’র কিছু সুবিধা ভোগী ব্যাক্তিরা বিভিন্ন সময়ে গ্রুপ সৃষ্টি করে দলের মধ্যে বিভ্রান্তি করে চলেছে। তাদের প্রতি মুল দলের সাথে এসে ধানের শীষের কর্মকান্ডকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
অপরদিকে ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংস বর্বরতার নিন্দা জানিয়ে অবিলম্বে এই নৃশংসতা বন্ধের আহ্বান জানান। পরিশেষে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।