কক্সবাজারে কলাতলী বীচ সংলগ্ন সমুদ্র এলাকায় শুক্রবার রাত ১টায় যৌথ অভিযান চালিয়ে ৫লাখ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোষ্ট গার্ড ও র্যাব। অভিযানে২১ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে কোষ্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম -উলহক জানান,গোপন সংবাদের ভিক্তিতে কোষ্ট গার্ড কক্সবাজার ও র্যাব ১৫ যৌথভাবে অভিযান চালায়।
দুই টি ইঞ্জিন চালিত কাঠের বোট থামার নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে,
এক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়েযায়। তবে ঘন্টা ব্যাপী ধাওয়া শেষে গভীর সমুদ্র থেকে বোট দুই টি আটক করে তল্লাশী চালিয়ে কাঠের পাটাতনের নিচে
বরফের ভেতর লুকানো অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ৩জন কক্সবাজারের স্হানীয় বাসিন্দা ও ১৮ জন উকিয়া কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
আটককৃত ইয়াবা কারবারি জব্দ ইয়াবা ওবোট দুই টি আইনানুগ ব্যবস্তা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।