মাগুরা সদরের বেরোইল পলিতা বাজারে গত প্রায় দেড় মাস আগে থেকে ট্রেনের কাজ শুরু হয়েছে। বাজারের বিভিন্ন গলি দিয়ে এর ড্রেনের কাজ চলছে। বৃষ্টির মৌসুমে সমস্ত বাজারের পানি এই ড্রেন দিয়ে নবগঞা নদীতে চলে যাবে। ফলে বাজারে আর জলাবদ্ধতা থাকবে না। গতকাল সরে জমিনে যে দেখা যায়, এই কাজের দায়িত্ব আছেন মাগুরা জনস্বাস্থ্য অফিসের ওয়ার্ক এসিস্ট্যান্ট তরফদার তৌফিকুর রহমান টোচন, ফার্মের ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম ও হেড মিস্ত্রি মুজিবুর রহমান । তারা বলেন এই কাজের ঠিকাদার হল মাগুরার ফরিদ খান ও মোহাম্মদ নান্নু ভাই। মাঝে মাঝে তারা সাইডে আসেন। তারা আরো বলেন, এই কাজ যেহেতু বাজারে হচ্ছে ফলে বাজার কমিটির সভাপতি সহ অন্যান্যরা কাজের মান দেখতে আসেন। তাই কাজ খারাপ করার কোন সুযোগ নাই। সিডিউল মোতাবেক কাজ হচ্ছে। এই কাজ হবে ৪৩০ মিটার। তবে দ্রুতই নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করার জন্য দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।