1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি চিলমারীর ৭ মৎস্যজীবী বিএসএফ এর হাতে ৫মাস থেকে আটক, পরিবারের মানবেতর জীবন-যাপন কুড়িগ্রামে ৪৭ কেজি গাঁজাসহ আটক ২ ১নং রসুলপুরে খাদ্য বান্ধব কর্মসূচী চাউল বিতরণ শুরু চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল পঞ্চগড় স্থাপনের দাবিতে মানব বন্ধন চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউটের খাবার মেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট রূপগঞ্জে মুষলধারে বৃষ্টিতে প্লাবিত গাউছিয়া মার্কেট

বেতাগীতে কাঁচা বাজারের দুঃখের অবসান, স্থায়ী ঠিকানায় ফিরলো দোকানিরা

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

বরগুনার বেতাগী পৌর শহরের কাঁচা বাজার অবশেষে পেলো একটি স্থায়ী ঠিকানা। দীর্ঘদিনের ভোগান্তি, অভিযোগ ও দাবির পর স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপে বাজারটি স্থানান্তরিত হয়েছে নির্ধারিত স্থানে। ৯ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদারের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে অস্থায়ী কাঁচা বাজার উচ্ছেদ করা হয় এবং একই দিন বিকেলে তা স্থায়ী বাজারে স্থানান্তর করা হয়। এর আগে বেতাগী টাউন ব্রিজ ও ব্রিজের ঢালে কাঁচা বাজারটি বসতো। বিশেষ করে হাট-বাজারের দিনে এই এলাকা পরিণত হতো বিশৃঙ্খল এক পরিবেশে। বাজারের কারণে মূল সড়কে যান চলাচল ব্যাহত হতো, পথচারীরা চলাচল করতে পারতো না। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই অবস্থার অবসান চেয়ে বিভিন্ন সময় প্রতিবাদ ও মানববন্ধন করেছে। অভিযানের দিন সকাল থেকেই প্রশাসনের উপস্থিতিতে বাজার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে চলা প্রস্তুতিমূলক কাজ শেষে অস্থায়ী দোকানগুলোকে নতুন নির্ধারিত স্থানে স্থানান্তর করা হয়। প্রশাসনের এমন উদ্যোগে খুশি ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কাঁচা বাজার সমিতির সভাপতি আলী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের বিষয়। এতদিন ধরে আমরা ব্রিজের ঢালে অস্থায়ীভাবে বসতাম। বৃষ্টিতে ভিজতাম, রোদে পুড়তাম, নিরাপত্তাও ছিল না। এখন আমরা স্থায়ীভাবে ব্যবসা করতে পারছি।” বাজারে আসা একজন ক্রেতা বলেন, “বাজারের দিন রাস্তা দখল করে বাজার বসতো। বুঝতেই পারতাম না আমরা রাস্তায় চলছি নাকি বাজারের মধ্যে। যানজট তো লেগেই থাকত। এখন এই সমস্যা আর থাকবে না বলে মনে হচ্ছে।” এই স্থায়ী বাজার বাস্তবায়নের মাধ্যমে বেতাগী পৌরবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হলো। শহরের যানজট ও জনভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে ব্যবসায়ীরাও একটি সুশৃঙ্খল পরিবেশে বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে, যা অর্থনীতির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার বলেন, “কাঁচা বাজারের ব্যবসায়ীদের এতদিন স্থায়ী কোনো ঠিকানা ছিল না। তারা বাধ্য হয়ে ব্রিজের ঢালে, রাস্তার পাশে অস্থায়ীভাবে বসতেন। এখন আমরা তাদের নির্ধারিত স্থানে স্থানান্তর করেছি। এটি প্রশাসনের কঠোর নির্দেশনার অংশ। যদি কেউ নিয়ম না মানে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com