হারানো বিজ্ঞপ্তি!!
অষ্টমীর চর ইউনিয়নের বাসিন্দা মিনহাজ।
মোঃ মিনহাজ, পিতা: মোঃ জাহাঙ্গীর আলম, দাদা: মোঃ বাহাজ উদ্দিন (সাবেক সেক্রেটারি, অষ্টমীর চর ইউনিয়ন),
বর্তমান ঠিকানা : ৬নং অষ্টমীর চর ইউনিয়ন, ঢুষমারা থানা, উপজেলা চিলমারীর, কুড়িগ্রাম।
নটার কান্দি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
গতকাল বৃহস্পতিবার, ১০-০৪-২০২৫ ইং তারিখে দুপুর বেলায় মিনহাজ নানাবাড়ি উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে তার নানাবাড়িতে পৌঁছায়নি এবং নিজ বাড়িতেও আর ফেরেনি।
যদি কোনো সদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নাম্বার : 01721783911
এ বিষয়ে ঢুষমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।