আজ(১০ই এপ্রিল) বৃহৎস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বরিশাল মহানগর বি এন পি ফিলিস্তানে ইসরাইলের হামলার প্রতিবাদে এক প্রতিবাদ ও সংহতি র্যালী প্রদর্শন করেন।
উক্ত প্রতিবাদ ও সংহতি র্যালীতে উপুস্থিত ছিলেন বরিশাল মহানগর বি এন পির আহ্বায়ক মনিরুজ্জামান খাঁন ফারুক,মহানগর বি এন পির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া।
আরো উপুস্থিত ছিলেন বরিশাল মহানগরের সেস্বাসেবক দলের সদস্য সচিব খাঁন মোহাম্মদ আনোয়ার, বরিশাল মহানগর যুবদল,ছাএদল,শ্রমিক দল,কৃষক দল।
১৫নং ওয়ার্ড বি এন পির সাবেক সাধারন সম্পাদক ও বরিশাল বিভাগ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মীর হাসান মোর্শেদ সুমন,১৫নং ওয়ার্ড সেস্বাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম শাওন,১৫নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক হারুন আকবর ও যুবনেতা রিপন সহ ৩০টি ওয়ার্ডের সকল নেতা কর্মী।
প্রতিবাদ ও সংহতি র্যালী টি শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ন সড়কে প্রদর্শন করে দলিয় কার্যালয় এসে শেষ হয়।
প্রতিবাদ ও সংহতি র্যালী প্রদর্শন হওয়া আগে দলিয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বক্তাব হয়,উক্ত বক্তাবতে মনিরুজ্জামান খাঁন ফারুক ও জিয়া উদ্দিন সিকদার জিয়া ফিলিস্তানে ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্দের আহবান জানান।