পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরের ঈদোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসের। পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন,সদর থানা অফিসার ইনচার্জ মো:রবিউল ইসলাম সহ সাংবাদিক বৃন্দ। মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক সমাজের দর্পনস্বরুপ,সমাজে প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরার মাধ্যমেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার নজরে আসে,তাদের সহযোগিতার মাধ্যমে সমাজের অন্যায় অনিয়মগুলো নির্মূল করা সহজ ও সম্ভব হয়। এক্ষেত্রে সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে অপরের পরিপূরক। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অন্যায় অনিয়ম দূর করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও আরো বলিষ্ঠ ভূমিকা রাখার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করে বলেন, পিরোজপুর জেলার সাংবাদিকেরা সব সময় বস্তুনিষ্ট সাংবাদ তুলে ধরেন, আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিক দের জন্য একটা উদাহরণ হতে পারে। এক্ষেত্রে তিনি আরো বেশি অগ্রণী ভূমিকা পালনের জন্য সকল সাংবাদিকদের উদাত্ত আহবান জানান এবং পেশাগত দায়িত্ব পালনে তিনি সহযোগিতার আশ্বাস দেন ও সবার মঙ্গল কামনা করেন।