লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১২ এপ্রিল সকালে চট্টগ্রামের সিএলএফ’র রোকিয়া হলে লায়ন তপন কান্তি দাশ’র এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম জেলা ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন অপু, কেবিনেট সেক্রেটারী মোঃ বেলাল, রিজিওন্যাল চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন আশীষ ভট্টাচার্য, রিজিওন্যাল চেয়ারপার্সন লায়ন শেখর দত্ত। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারী লায়ন নাঈম সরোয়ার জিতু। বক্তারা বলেন, আমাদের এ সংগঠন মানবতার সংগঠন। মানবতার কাজে আমাদের এ সংগঠন সবসময় কাজ করে যাবে। পুনর্মিলনীর শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।