1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি ২০২৫ উপলক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত জামালপুরের ইসলামপুরে অবৈধ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙ্গে ৪১ জন আটক: উ’দ্ধার ২১ মোটরসাইকেল, ৩২ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রশস্ত্র গণমাধ্যম সপ্তাহেরাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান যশোরের রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তাণ্ডবে ১৪টি বাড়িঘর ভাঙচুর লুটপাট থানায় মামলা হরিরামপুর ঝিটকা বাজারে ২০ বছরের যানযট নিরেসন বিকল্প কাচামালের আড়ৎ মির্জাপুরে মানববন্ধনের পর আসামির বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৩ স্ত্রীর করা মামলায় স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানাকে কারাগারে মুসলিম স্থাপত্যের এক বৈচিত্র নিদর্শন… হিলি স্থল বন্দর দিয়ে শেষ দিনে এলো ৩ হাজার ২৫৭ টন চাল সাংবাদিক ও কবি কমরেড সৌমিত্র দেব টিটু আর নেই

শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে

মঈনুল ইসলাম সুজন
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

শ্রীপুরে জেলা যুবদলের সদস্য মিরান হত্যায় ৭নং সব্দালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক তিন বারের ইউপি সদস্য ও সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিগত আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ বার বার কারা নির্যাতিত নেতা মীর হাফিজুর রহমান (হাফিজ মেম্বার) এবং নাকোল ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ইসানের বাবা তিনি নাকোল ইউনিয়ন বিএনপি নেতা আন্দোলন সংগ্রামের আগ্রমুখ বার বার কারা নির্যাতিত নেতা মহব্বত আলী মোল্যা সহ বিএনপি নেতাদের জড়িয়ে মিথ্যা মামলা দায়েরর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা শহরের স্মৃতিস্তম্ভের পাশে কুমার নদ ব্রিজ সংলগ্ন মাগুরা-শ্রীপুর সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সভাপতি, জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মজুমদার, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মিয়া মোঃ সমিরুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, শ্রীপুর উপজেলা কৃষকদলের আহবায়ক ও সদস্য সচিব মেহেদী হাসান মুকুল ও কেএম রোমানুর রহমান বিপ্লব, শ্রীপুর উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক চঞ্চল হোসেন, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাগুরা জেলা যুবদলের অন্যতম সদস্য মিরান হত্যা মামলার মূল আসামিদের রক্ষা করতে এই চাঞ্চল্যকর হত্যা মামলা অন্য দিকে ধাবিত করতে শ্রীপুর উপজেলার বিএনপি ইউনিয়ন নেতাকর্মীদের হয়রানি মূলক মামলায় আসামি করা হয়েছে। আমরা সবাই এর সঠিক তদন্ত চাই। মূল আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু যাদেরকে প্রতিহিংসামূলক হয়রানিমূলক মামলায় আসামী করা হয়েছে, তাদের নাম প্রত্যাহার করার দাবিতে এলাকাবাসী, ইউনিয়ন ও শ্রীপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মানববন্ধন। বক্তারা আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে জনপ্রিয় বিএনপি নেতাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যাচার কখনো মেনে নেবোনা। দ্রুত এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহার না করলে শ্রীপুর উপজেলা শহর অচল করে দেয়া হবে। সেই সাথে আলোচিত এই হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন। উল্লেখ্য শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তিনি মারা যান। এর আগে ছয়দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ছিলেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com