1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম সপ্তাহেরাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান যশোরের রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তাণ্ডবে ১৪টি বাড়িঘর ভাঙচুর লুটপাট থানায় মামলা হরিরামপুর ঝিটকা বাজারে ২০ বছরের যানযট নিরেসন বিকল্প কাচামালের আড়ৎ মির্জাপুরে মানববন্ধনের পর আসামির বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৩ স্ত্রীর করা মামলায় স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানাকে কারাগারে মুসলিম স্থাপত্যের এক বৈচিত্র নিদর্শন… হিলি স্থল বন্দর দিয়ে শেষ দিনে এলো ৩ হাজার ২৫৭ টন চাল সাংবাদিক ও কবি কমরেড সৌমিত্র দেব টিটু আর নেই সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকৌশলীর আত্মহত্যা মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিভাষ রঞ্জন দাস স্যার আর নেই

গাজীপুরে বাসন থানা বিএনপির আয়োজনে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Md Mohsin Hasan
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী র‌্যালির আয়োজন করা হয়। দীর্ঘ ১৫ বছর পর বাসন থানায় এ ধরনের আয়োজনে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। এ সময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক রাজনৈতিক উৎসবে।

বর্ণাঢ্য র‍্যালিটি বাসন থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নানা ধরনের ব্যানার, ফেস্টুন, ও সাংস্কৃতিক উপকরণ নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বাসন থানা বিএনপির সভাপতি জনাব তানভীর সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদ, যিনি এক সময় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি ও বাসন থানা বিএনপির কোষাধ্যক্ষ হাজি শাহিন। অনুষ্ঠানটিতে বাসন থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদ বলেন,

“দীর্ঘ ১৫ বছর পর আজকে আমরা বাসন থানায় একটি উন্মুক্ত ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা আয়োজন করতে পেরে সত্যিই আনন্দিত। এই আয়োজন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে আমি বিশ্বাস করি।”

বক্তারা আরও বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক চেতনা, যা বাঙালি জাতির ঐতিহ্য বহন করে। এই চেতনার সাথে রাজনৈতিক আন্দোলনের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া‘র আশু রোগমুক্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় একজন হাফেজে কোরআন।

এ ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক সমন্বিত আয়োজন দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করবে—এই প্রত্যাশা জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com