১৪৩২ বাংলা নববর্ষকে স্বাগত জানাতে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। দিনব্যাপী এই আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, তরুণ সমাজ ও সর্বস্তরের জনসাধারণ আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। উৎসবটি ছিল বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত, যেখানে বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। নববর্ষের প্রথম প্রভাতে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি। র্যালিতে অংশ নেয়া মানুষরা বাঙালি ঐতিহ্যের প্রতীক লাল-সাদা পোশাক পরে, মুখে হাসি আর হাতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে ছিল বাঁশির সুর, ঢাক-ঢোলের গর্জন এবং একাধিক গরুর গাড়ি, যা বাঙালি গ্রামীণ ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি তুলে ধরে। এতে গোটা শহর যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়।দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, পান্তা-ইলিশের আপ্যায়ন এবং শিশু-কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা।বিরামপুরবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বাংলা নববর্ষ কেবল একটি ক্যালেন্ডারের দিন নয়; এটি আমাদের সংস্কৃতি, চেতনা ও জাতিগত ঐক্যের গর্বিত বহিঃপ্রকাশ।