(১৪ এপ্রিল সোমবার) বগুড়ার গাবতলীতে সজল মিয়া হত্যা মামলার পলাতক আসামী সিরাজুল ও সাইফুল ইসলাম কে পুলিশ গ্রেফতার করে জেল হাজুতে প্রেরন করে। জানাগেছে গত বছরের ৮ ডিসেম্বর বগুড়ার গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়নের তেলীহাটা গ্রামে জমিতে শ্যালো মেশিন দ্বারা পানি সেচের ধানের ভাগ বাটোয়ার নিয়ে সজল মিয়া খুন হন। গত বছরের ৯ ডিসেম্বর সজল মিয়ার স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে একই গ্রামের পাঁচ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার পলাতক আসামী সিরাজুল ইসলাম ও শরিকুল ইসলামকে ১৩ এপ্রিল গতকাল রবিবার দিবাগত গভীর রাতে সোনাতলা উপজেলার বাশআটা জামাই বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জেলহাজুতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সুজল চন্দ্র জানাই, সজল মিয়া হত্যা মামলার এক আসামীকে পূর্বে গ্রেফতার করে জেল হাজুতেপ্রেরণ করা হয়েছিল। ১৪ এপ্রিল দুইজনকে গ্রেফতার করে জেল হযরতে প্রেরণ করা হয়েছে।