বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধার মানিক ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফ মাহমুদ রতন এর করাত কলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা,আরিফ মাহমুদ রতন জানান সোমবার রাত আনুমানিক ১-৩০ মিনিটে মিলের পাশের বাড়ির জাকির হোসেন আমার বাড়ি গিয়ে জানান,মিলে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী উপজেলা হিজলা ফায়ার সার্ভিস কে মুঠোফোনে অবহিত করি, তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরো জানান আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আরিফ মাহমুদ রতন বলেন গত একবছর আগেও আমার মিলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তখন আমি কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না নেওয়ায়। দুর্বৃত্তরা আবার ও আমার মিলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। রতন বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।আমি আশা করি পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন। কাজির হাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন ভুক্তভোগী আরিফ মাহমুদ রতন একটি অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ এর ভিত্তিতে পুলিশ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।