বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের আগুনে পুরে ২জন গুরতর আহত হয়েছে।আহতরা হলেন, মামুরশাহী গ্রামের মিনহাজের স্ত্রী নার্গিস আক্তার (৩৬) ও মেয়ে মিতু আক্তার (১৮)। মঙ্গলবার সন্ধার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির আঙ্গীনায় খর দিয়ে আগুন জ্বালিয়ে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করেন। অসাবধানতা বসত কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে। পরে মেয়ে মিতু মা নার্গিস আক্তারকে বাঁচাতে আলসে তারও দুই হাত পুড়ে যায়। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিভিয়েশেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। নার্গীস আক্তারের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান বলেন, আহত দুজনবগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।