1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২ করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত গোয়ালাবাজার ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদ সাহেব আর নেই পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালকের লাপাত্তা :কর্মচারীরা গ্রাহকদের হাতে অবরুদ্ধ মুন্সিগঞ্জ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকাপে আটকে পড়া চালক সানিকে উদ্ধার হিলিতে ভুয়া পুলিশ আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর বেরোবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রায়পুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত জসিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Delwar patwary
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দল কর্মী জসিম উদ্দিন ব্যাপারীর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় নারী-পুরুষ, নিহতের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে নিহত জসিমের বাবা ফজল করিম বেপারী, মা সুরাইয়া বেগম, স্ত্রী ও সন্তানরা বক্তব্য রাখেন। তারা জসিম হত্যার সুষ্ঠু বিচার ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, “আমরা জসিম হত্যার বিচার চাই”, “হত্যাকারীদের ফাঁসি চাই”, “সন্ত্রাসীদের আশ্রয়দাতাদেরও বিচার চাই।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ যদি দ্রুত আসামিদের গ্রেপ্তার না করে, তাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও চরবংশী গ্রামে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে সাইজুদ্দিন দেওয়ান হাসপাতালে নেওয়ার পথে মারা যান। জসিম উদ্দিন ব্যাপারীসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরদিন সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে জসিম মারা যান। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
জসিমের বাবা ফজল করিম বেপারী গত বুধবার রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে উত্তর চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামালকে প্রধান আসামি করে ৪৮ জনকে এজাহারভুক্ত এবং আরও ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
নিহত জসিম উত্তর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com